নওগাঁয় পুকুরে গোসলে ভাই-বোন সহ ৪ শিশুর মলিন সমাধি হয়েছে। শনিবার ৩০ অক্টোবর দুপুরবেলায় নওগাঁর শেরপুর মহল্লার এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মলিন সমাধি চার শিশু হল টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া আক্তার (১০) ও ছেলে ফরহাদ হোসেন (৬ ), টুকু মন্ডলের ভাই সালাম মণ্ডল মেয়ে খাদিজা আক্তার(৮) ও আনোয়ার হোসেনের মেয়ে আশা( ৮ )।
জানা গেছে দুপুরবেলা স্বজনদের অজান্তেই ওই চার শিশু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষন পেরিয়ে গেলেও শিশুরা বাড়িতে না ফেরায় স্বজনরা আশেপাশের এলাকায় প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন যে, ওই 4 শিশু পুকুরে গোসল করতে নেমেছিল। প্রায় ঘন্টা খানিক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ওই চার শিশুর অচেতন দেহ উদ্ধার করা হয়। দ্রুত তারা নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে একসঙ্গে চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অসংখ্য মানুষের ভিড় জমাচ্ছেন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )নজরুল ইসলাম বলেন,ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজন ও এলাকাবাসীরা পানিতে ডুবে যাওয়া শিশুদের মরদেহ উদ্ধার করে। শিশুদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু একটি মামলা হয়েছে।