ওয়াশিংটন: ৩৫তম ফোবানা সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে আমন্ত্রন জানানো হয়েছে বলে সম্প্রতি একটি গুজবের প্রতিবাদ জানিয়েছে ফোবানা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ বলেন, ফোবানার কোন সম্মেলনে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রন জানানো ফোবানার সংবিধান বর্হিভুত এবং ৩৫তম ফোবানা সম্মেলনে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রন জানিয়ে অফিসিয়াল কোন চিঠি সদস্য সচিব কর্তৃক কাউকে প্রদান করা হয়নি।
অনুমোদনহীন বা অবৈধ ভাবে কোন আমন্ত্রন পত্র কেউ যদি সরবরাহ করে থাকে তাহলে সেটি সম্পূর্ণ অবৈধ, সংবিধান বর্হিভূত এবং এর সাথে ৩৫তম ফোবানা সম্মেলন বা ফোবানা এক্সিকিউটিভ কমিটির কোন সর্ম্পক নেই। স্বাক্ষর জাল করে কেউ যদি এ ধরণের চিঠিপত্র কাউকে সরবরাহ করে থাকে তার বিরুদ্ধে ফোবানার সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ। বিজ্ঞপ্তি।