সাফিয়া চৌধুরী মৌরী
কয়েকটি মায়া মায়া চোখের হরিণ হারিয়ে গেছে বেহেস্তে
পাশের কবরস্থানে চাপা পরা আদরের হাত গুলো
তাঁরা কি মোনাজাতে দোয়া করে উত্তরসূরীদের জন্য ?
সবুজ ছোট মাঠের উপর একটি লম্বা মিনার
উপরে উঠার সরু পেচানো সিঁড়ি
শুধু একজন মুয়াজ্জিন উঠে আজান দেয়ার জন্য
মাগরিবের আজান পরবে তখন
ছোট্ট আমি আর ছোট্ট প্রতিক
কোথা থেকে আজান এর আওয়াজ আসে দেখতে যাচ্ছি উপরে
মাঠের পাশেই দোতালার বারান্দা থেকে
মা ডেকে যাচ্ছে …ডাক না শুনে উঠে যাচ্ছি আমরা …
অনেক দূর উপরে উঠে দেখি
ঐ দোতালা বারান্দাটায় চুমকির মতো চূর্ণ কাঁচের টুকরা পরা
মা কে দেখতে পারছি না
তার ডাক ও আর শুনতে পারছি না
একটা পাখি ডেকে যাচ্ছে …
আর ঝিঝি পোকাদের যিকির হচ্ছে ।
# মৌরি কবি বেলাল চৌধুরীর মেয়ে এবং একজন শিল্পী