রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এতদিন রেলের কোন অভিভাবক ছিল না, রেলের জন্য কেউ আসেনি। এখন রেলের মালিক বের হয়েছে। রেলের এবং জনগণের যে লাভ হয় এজন্য আমরা কাজ করছি। বাড়ি ঘেরাওয়ের মতো রেলের সম্পদ এর গেড়াও করে দেয়া হবে। যারা দখলএ আছেন তারাও টাকা দিয়ে হালনাগাদ হয়ে যান তা না হলে তাদের উচ্ছেদ করা হবে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার রেল স্টেশনের আধুনিকরণ কাজের উদ্বোধন পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন সান্তাহার জংশন একসময় জাঁকজমক ছিল মাননীয় প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে টেকসই উন্নয়ন ও জন্য অন্যান্য পদ সমান ভাবে দেখছে। রেলে এখন অনেক উন্নয়ন হচ্ছে।সেই ধারাবাহিকতায় আজ সান্তাহার জংশন এ আধুনিক কাজের উদ্বোধন করা হলো।