এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বগুড়ার রাব -১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঠাকুরগাঁ হতে ঢাকা অভিমুখে মোটরসাইকেল মাধ্যমে একটি মাদকের চালান ঢাকায় যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া রাব ক্যাম্প এর একটি প্রতিনিধিদল সিরাজগঞ্জ সলংগা থানাধীন বগুড়া টু ঢাকা মহাসড়কে ভুইয়াগাতি বাজারে খান এন্টারপ্রাইজ ( প্রোপাইটার আই খানের) দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ মাদকবিরোধী চেকপোষ্ স্থাপন করে।
১৩ নভেম্বর ২০২১ তারিখে বিকাল ৩ টা ৩.৩০ মিনিটে পরিচালিত চেকপোষ্টে একজন মাদক ব্যবসায়ী অবশেষে রাবের হাতে আটক হয়। মাদক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ (৩৯) পিতা মোঃ জহির উদ্দিন,থানা রানিসংকল জিলা ঠাকুরগাঁও। মোট ৩২ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল এবং মোবাইল সহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ফেনসিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে রাব -১২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ সোহরাব হোসেন জানান,এ ধরনের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।