বগুড়া নন্দীগ্রাম থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি সহ ৪ জনকে গ্রেফতার করেছে রাব -১২ বুধবার পয়লা ডিসেম্বর রাব -১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দেরিয়াপুর গ্রামের মৃত্যু লালু রবিদাস ছেলে মন্টু রবিদাস(৫৫) কোথার ছেলের দিলীপ রবিদাস(৩২), হাট কড়ই গ্রামের মৃত্যু আকবর আলীর ছেলে আব্দুল মাসুদ(৪০) ও কল্যাণ নগর গ্রামের মৃত্যু রিয়াজুদ্দিন ছেলে শফিকুল ইসলাম (৫৮). গোপন সংবাদের
ভিত্তিতে র্যাব জানতে পারে নন্দীগ্রাম থানা এলাকায় চার ব্যক্তি কষ্টিপাথরের মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে অবস্থান করছে, এই সংবাদের ভিত্তিতে বগুড়ার রাব -১২ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ৩০ শে নভেম্বর রাতে নন্দীগ্রাম থানার দেরিয়াপুর গ্রামে মন্টু রবিদাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি কষ্টি পাথরের মূর্তি সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দীগ্রাম থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক : মো: মশিউর রহমান মজুমদার ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 37-20 73rd Street 1E, Jackson Heights, NY 10458।
মোবাইল : +1 415-850-7998 । ইমেইল : arthakantha@yahoo.com।