মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গার জীবননগরে ক্রেতার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক বিএডিসি ডিলার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ১ ডিসেম্বর দুপুরে উপজেলার হাসাদাহ বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম রাসেল।
মোবাইল কোর্ট অভিযান সূত্রে জানা যায়,হাসাদাহ বাজারে বিএডিসি ডিলার মেসার্স অনিক ট্রেডার্স আলুর বীজের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া ও ক্রেতার নিকট ক্রয় রশিদ প্রদান না করায় উক্ত ক্রেতা জীবননগর উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন।
ক্রেতার অভিযোগের ভিত্তিতে তৎক্ষনাৎ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারার অপরাধে হাসাদাহ বাজারের বিএডিসি ডিলার অনিক বিশ্বাস কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন।
এসময় অভিযোগ কারি বীজ ক্রেতা কে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি উপজেলার কোথাও এমন ঘটনার পুনরাবৃত্তি হলে উপজেলা প্রশাসনের জানানোর জন্য বলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম রাসেল