• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

 সান্তাহারে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে 

বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫ শ্রমিক মারা গেছে। আগুনে পুড়ে মৃত্যু বিকৃত হয়ে যাওয়া কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরিচিত নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার পর চারজন কারখানা থেকে না-ফেরার তাদের পারিবারিক ধরে নিয়েছে নিহতদের মধ্যে তারা রয়েছে এদের দুজনের বয়স ১৪ বছরের কম। কারখানাটি অন্যতম মালিক ও ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন। বাণিজ্যিক

এলাকায় প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার বর্গফুট জায়গায় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে অগ্নি সতর্কতা নিয়ম মানা হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে নওগাঁ -তিলেকপুর সড়কের হবির মোড় এলাকায় বি আই আর এস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নওগাঁ,বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ টি ইউনিট সেখানে

পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে যাওয়া কারখানা থেকে সন্ধ্যা পর্যন্ত ধোঁয়া উড়তে দেখা গেছে। স্থানীয় সূত্র জানায়, নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সান্তাহার পৌর এলাকার কোমল দুগাছি গ্রামের লুৎফর রহমানের ছেলে সিয়াম হোসেন (১৩) সান্তাহার সান্দিড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে শাহজাহান আলী (২৪) পশ্চিম সিংড়া গ্রামের ওয়াহেদের ভাগ্নে বিজয় (১৪) ও সান্তাহার পৌর এলাকার বেলাল হোসেন(৩৮) তারা ঘটনার সময়

কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের পর থেকে সন্ধান না পাওয়ায় স্বজনরা ধরে নিয়েছে তারা বেঁচে নেই। বি আই আর এস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থা পরিচালক সান্তাহার পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন জানান, এক বছর আগে তারা কয়েকজন মিলে কারখানাটি প্রতিষ্ঠা করেন। সেখানে ওয়ান টাইম প্লেট, গ্লাস সহ বিভিন্ন সামগ্রী তৈরি করা হতো। প্রায় ২০ কোটি টাকার মেশিন পত্র উৎপাদিত সামগ্রী ক্ষতি হয়। আদমদীঘি থানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ রুহুল আমিন বলেন, আগুন লাগার ২০ মিনিট পর আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দুইটার নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিসের নওগাঁ বগুড়া ১২ টি ইউনিট কাজ চালিয়ে আগুন নেভায়। ৫ শ্রমিকের অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category