• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

মাগুরা জেলা সমিতি ইউ এস এ ইনক এর  নব নির্বাচিত সভাপতি  ইন্জিনিয়ার মো: নাজমুল আহসান বাবুল এমটিএ’র গাড়ীর চাপায় মৃত্যু

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

 

 

মোহাম্মদ তৌহিদ হাসান

শোক সংবাদ :
“ভাবতে খুব কষ্ট হয় যার সংগে ৭/৮ মিনিট আগে আমার অফিসে একসংগে কথা বল্লাম। আর এখন তার মুত্যুর খবর post করছি।

মাগুরা জেলা সমিতি ইউ এস এ ইনক এর  নব নির্বাচিত সভাপতি  ইন্জিনিয়ার মো: নাজমুল আহসান বাবুল ভাই আজ ২১ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ মি: জ্যাকসন হাইটসে ৭৩ স্ট্রিট আর ব্রডওয়ে মাঝে MTA Bus এর সাথে ধাক্কায় গুরুতর ভাবে আহত হন। তার কিছুক্ষনের মধ্যে উনাকে Elmhrust হসপিটালে নেওয়া হয়। তারপর ১১.৪০ মি: উনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে বেহেস্ত দান করেন।
উনি পেশায় একজন Electrical Engineer ছিলেন । লায়ন্স এর গভর্নর ছিলেন। উনি অনেক সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
“”Accident হওয়ার ৭/৮ মিনিট আগে আমরা একসংগে ছিলাম।মাগুরা সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচিত কমিটির ১ম মিটিং এর ব্যাপারে আমরা কিছু প্লান করছিলাম।””


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category