এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
২৭/১২/২০২১ খ্রিস্টাব্দ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ ডিবি উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুক্তাকি ইবনু বেলাল মহোদয়ের নির্দেশনার সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিভি মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক জনাব মোঃ ছালেহ নেতৃত্বে এসআই নাজমুল, এসআই বাবলু ও সঙ্গীয় ফোর্স সহ আরপি এম রংপুর কোতোয়ালি থানাধীন ২৫ নম্বর ওয়ার্ড এর কামাল কাছনা মায়াময়ী সড়ক এলাকার
মোঃ আসাদুল ইসলাম এর ভাড়া দেয়া বাসায় অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন নারী ও একজন পুরুষ সহ তিনজনক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি ১. মোঃ তানভীর (৩২), পিতাঃ মোঃ বাবু মিয়া, মাতা মোসাম্মৎ সালমা বেগম, গ্রাম কেরানিপারা, থানা কোতোয়ালি জেলা রংপুর,২. মোছাম্মদ শাহানাজ পারভীন (২৮) পিতা মৃত সামাদ মিয়া, মাতা মালেকা বেগম, স্বামী রহমান মন্ডল, গ্রাম k কেরানিপারা, রংপুর কোতোয়ালি, জেলা রংপুর ৩. মোছাম্মদ স্মৃতি বেগম (২৫), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, মাতা মাহমুদা বেগম, স্বামী মৃত্যু জিয়াউল হক, গ্রাম মধুরামপুর, থানা তারাগঞ্জ জেলা রংপুর। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকায় সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।