• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দিবে – এলজিআরডি প্রতিমন্ত্রী

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

মশিউর আনন্দ, ঢাকা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  স্বপন ভট্টাচার্য্য  এমপি বলেছেন, বাংলাদেশ এখন সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহবান, যে উদ্যোগ ,তা বাস্তবায়নে এই তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। এই নেতৃত্বদানে প্রশিক্ষণ ও উদ্ভাবন অব‍্যাহত রাখতে হবে।
 রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে সিটিও ফোরাম বাংলাদেশ এর  ইনোভেশন হ্যাকাথন-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঘরে ঘরে বিদ‍্যুৎ পৌছে দিবেন,  আজ দেশে শতভাগ বিদ‍্যুতায়ন হয়েছে। তিনি বলেছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষে সেই অঙ্গীকারও তিনি পূরণ করেছেন।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে ইনোভেশন এর বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গঠন  ও চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্ভাবনী কার্যক্রম জোরদার করতে হবে।  সিটিও ফোরাম বাংলাদেশ আইসিটি সেক্টরে নেতৃত্বদানকারী সদস‍্যদের নিয়ে এই যাত্রাকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হ‍্যাকাথন ২০২১ এর বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সিটিও  ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব‍্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, এ টু আই এর প্রকল্প পরিচালক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category