সান্তাহারে কারখানায় আগুন নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা
Reporter Name
/ ৫৬
Time View
Update :
রবিবার, ২ জানুয়ারী, ২০২২
Share
এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার বগুড়া আদমদীঘি উপজেলা সান্তাহারে বি আই আর এস প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে কারখানার মালিক পক্ষ।
শনিবার পহেলা জানুয়ারি ২০২২ বিকেলের নিহত ব্যক্তিদের পরিবার গুলোর মধ্যে অর্থ সহায়তা দেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় ও পৌর মেয়র ও কারখানার মালিক তোফাজ্জল হোসেন ভট্টু। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন ও বগুড়া কলকারখানা অধিদপ্তর উপ পরিদর্শক ইকবাল হোসেন। জানা যায়, নিহত পরিবারগুলোর মাঝে ৫০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করে কারখানার মালিক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভট্টু।