সান্তাহারে কারখানায় আগুন নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা
রিপোর্টারের নাম :
/ ৪২
ভিউ
আপডেট সময়:
রবিবার, ২ জানুয়ারী, ২০২২
শেয়ার
এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার বগুড়া আদমদীঘি উপজেলা সান্তাহারে বি আই আর এস প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে কারখানার মালিক পক্ষ।
শনিবার পহেলা জানুয়ারি ২০২২ বিকেলের নিহত ব্যক্তিদের পরিবার গুলোর মধ্যে অর্থ সহায়তা দেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় ও পৌর মেয়র ও কারখানার মালিক তোফাজ্জল হোসেন ভট্টু। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন ও বগুড়া কলকারখানা অধিদপ্তর উপ পরিদর্শক ইকবাল হোসেন। জানা যায়, নিহত পরিবারগুলোর মাঝে ৫০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করে কারখানার মালিক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভট্টু।
সম্পাদক : মো: মশিউর রহমান মজুমদার ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 37-20 73rd Street 1E, Jackson Heights, NY 10458।
মোবাইল : +1 415-850-7998 । ইমেইল : arthakantha@yahoo.com।