এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
নওগাঁর সাপাহার উপজেলার সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে জানুয়ারি বেলা সাড়ে 10 টার দিকে উপজেলার দিঘীরহাট নিতপুর আঞ্চলিক সড়কের মিরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৫)। তিনি সাপাহার উপজেলার আলাদিপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে। আহতরা হলেন কদম ডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল বারি (৩২) এবং ভ্যানের যাত্রী আলাদিপুর গ্রামের বাসিন্দা আব্দুল মমিন (৩৫)। এ বিষয়ে নিশ্চিত করেছেন সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক রহমান। স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে সাপাহার বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রহমান দেলোয়ার হোসেন। পথে মিরাপাড়া এলাকায় পৌঁছালে তার
মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে আসা একটি অটো রিক্সা ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দেলোয়ার ও আব্দুল
বারি সহ এক যাত্রী পাকা সড়কের উপর ছিটকে পড়েন। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী যাওয়ার পথে দুপুরে আহত দেলোয়ারের মৃত্যু হয়। বাকি দুজন সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।