• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

শেরপুরে ১২০০ বস্তা সার সহ ৬জন আটক।

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

 

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

বগুড়ার শেরপুরে ১২০০ বস্তা ডি এ পি সার পাচারকালে ছয়জনকে আটক করেছে Rab-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানকারী দল। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মির্জা পুর ইউনিয়নের রানিরহাট সড়কের বামিহাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় Rab বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, রাজশাহীর একটি অভিযানকারী দল গোপন সংবাদের

ভিত্তিতে জানতে পারেন নাটোর থেকে কয়েকটি ট্রাকবোঝাই সরকারি আমদানিকৃত সার অজ্ঞাত স্থানে যাচ্ছে। সার গুলো অবৈধভাবে কালোবাজারি মাধ্যমে সংগ্রহ করে মজুদের উদ্দেশ্যে নেয়া হয়েছিল। তারা শেরপুর থানার বামিহাল গ্রামের গ্রীন ফিল্ড এগ্রো লিমিটেডের পাশে একটি চেকপোষ্ট স্থাপন করে তিনটি ট্রাক বোঝাই ১২০০ বস্তা ডি এ পি সারসহ তাদের আটক করে। এ সময় ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মোহাম্মদ সবুর (২৪) মোহাম্মদ রুহুল আমিন(৩০) মোহাম্মদ তানভীর (৩২) মোহাম্মদ ইমরান (২৩) মোঃ দুলাল হোসেন (১৯) ও বিশু(২২) এই মামলায় মোঃ তুলা মিয়া (৩৮) পলাতক রয়েছেন। Ràb-৫ বিজ্ঞপ্তিতে জানান, একটি চক্র নিয়মিতভাবে সরকারি আমদানিকৃত সার অবৈধভাবে কালোবাজারি মাধ্যমে বিক্রয় করে আসছে। আটককৃতরা ওই চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান,Ràb আটককৃত স্যার তিনটি ট্রাক ও ৬ জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category