জাফর আলম, কক্সবাজার
বঙ্গোপসাগরে জেলে সেজে জলদস্যুতাকালে চিহ্নিত ৬ দস্যুকে আটক করেছে র্যাব।এসময় তাদের কাজ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত দেশিয় ৩ টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। সাড়ে ৩ ঘন্টা সাগরে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়। র্যাব বলছে, সাগরে জেলেদের মাছ শিকার নিরাপদ করতে জলদস্যু বিরোধী অভিযান অব্যাহত থাকবে।রাত ১টার দিকে বাঁকখালী নদীর মাঝিরঘাট উপকূলে
নোঙর করা মাছ ধরার ট্রলার ও র্যাবের স্পীড বোট। ট্রলার থেকে একে একে নামানো হচ্ছে ৬ জন ব্যক্তিকে। তাদের সবাইকে আটক করা হয়েছে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে। আটককৃতরা হলেন, নেজাম উদ্দিন (২২), মোঃ সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মোঃ সুজন (২৪), মোঃ মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। কক্সবাজারস্থ র্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, চকরিয়া থেকে জলদস্যুরা এসে অবস্থান নেয় মহেশখালী উপকূলে। তারপর জেলে সেজে দস্যুতার জন্য ট্রলার নিয়ে নেমে পড়ে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে। পরে খবর পেয়ে স্পীড বোট নিয়ে অভিযানে নামে র্যাব। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা পর অভিযানে চালিয়ে ধাওয়া করে আটক করা হয় চিহ্নিত ৬ দস্যুকে।
Sent from my iPhone