এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
ধর্মীয় সভায় বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সোনালী ব্যাংক ব্যাংক কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের প্রধান কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মন (৩৮)। শনিবার ২২ শে জানুয়ারি সন্ধ্যায় রাজারহাট উপজেলার আদর্শ বি এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সনাতন ধর্মালম্বীদের ধর্ম সভায় বক্তব্য দেয়ার সময় তার মৃত্যু হয়। মৃত্যু পড়া চন্দ্র বর্মন এর বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদারাস গ্রাম এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার একটি কন্যা সন্তান রয়েছে।
তিনি কুড়িগ্রামের উলিপুরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। সোনালী ব্যাংক সূত্র জানায়, পলাশ চন্দ্র কৃষি ব্যাংক কর্মকর্তা হলেও ধর্মীয় আলোচনা সভায় বেশ পারদর্শী ছিলেন। বিভিন্ন ধর্ম সভায় আলোচনার জন্য ডাক পেতেন তিনি। শনিবার ধর্মীয় একটি সভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ হার্ট অ্যাটাক হলে সভার আয়োজকরা তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা করে জানান হার্ট অ্যাটাকে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শনিবার রাতে তার লাশ কুড়িগ্রাম থেকে নিজ বাড়ি লালমনিহাটের নওদাবাস গ্রামে নিয়ে যাওয়া হয়। ব্যাংকের ডিজিএম ইনচার্জ ওয়াহিদুন্নবি বলেন, পলাশ একজন নিবেদিত ব্যাংক কর্মকর্তা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা একজন ভালো সহকর্মী হারালাম। তবে আত্মার বিদেহী শান্তি কামনার পাশাপাশি আমরা সোনালী ব্যাংক পরিবার তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।