• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

রংপুরের চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন ঘটনা একজন গ্রেফতার

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

রংপুরের কাউনিয়ায় টাকা চুরির অপবাদে শামীম(১০)ও রাসেল (৯) নামে শিশুকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ২৭শে জানুয়ারি রাতে উপজেলার টপম পুকুর এলাকায় থেকে আসামি আকরাম হোসেন (৩২) গ্রেফতার করে। শেখ কাউনিয়া উপজেলার রুপম পুকুর ইউনিয়নের রাজিব মল্লা টেরি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার অপর দুই আসামি হলো ইউপি সদস্য ইউনুস আলী (৪২) আকরাম হোসেন জালালী ভাই ইয়াকুব আলী(২৪)। রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে দেয়া হয়েছে। কিন্তু তাদের অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা না থাকায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এদের মধ্যে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দোষীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। ২৬ শে জানুয়ারি মধ্যযুগীয় কায়দায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করে ইউপি সদস্য ইউনুস আলী। এ ঘটনায় দুই শিশু পরিবারের থেকে মামলানা না করা হলেও ওই ঘটনার দিন রাতে কাউনিয়া থানার এসআই স্বপনকুমার কাউনিয়া থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category