এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় একমাত্র বাঘিনী শাওন মারা গেছে। সারা ১৮ বছর ৭ মাস ৫ দিন বয়সী এই বাঘিনী শুক্রবার রাতে মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন বার্ধক্যজনিত কারণে বাগিনি মারা গেছে। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, ছোট্ট বয়সে ঢাকা মিরপুর চিড়িয়াখানা থেকে দুইটি বাঘের শাবক আনা হয়েছিল।১০/১২ বছর আগে মারা যায় তখন থেকে নিঃসঙ্গ অবস্থায় ছিল বাঘিনী টি। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে চিড়িয়াখানা মসজিদের পাশে মাটিচাপা দেয়া হয়েছে। দেশে দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুর একটি। প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ১৯৮৯ সালে গড়ে তোলেন রংপুর চিড়িয়াখানা টি। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২১ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি। প্রতিদিন এখানে কয়েক হাজার দর্শনার্থীর সমাগম হয়। বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩০ টির বেশী প্রজাতির প্রায় সোয়া দুই শত প্রাণী রয়েছে।রংপুর চিড়িয়াখানার কিউরেটর আম্বর আলী জানান, বাঘিনী শাওন বার্ধক্যজনিত কারণে মারা গেছে। ময়নাতদন্ত শেষে তাকে মাটি চাপা দেয়া হয়েছে।