এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়ন পাঁচ পা নিয়ে এক অদ্ভুত গরুর বাছুর জন্ম হয়েছে কৃষক চিত্ত রঞ্জন সরকারের বাড়িতে। জন্মের পর থেকে গত দুই মাস ধরে স্বাভাবিক ভাবে বেঁচে আছে গরুর বাচুর টি। দেহে চার পা ছাড়াওগজ এর ভেতর থেকে আরেকটি পা বের হয়ে পাঁচ পা-ওয়ালা পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন এর খামার মামুদপুর গ্রামের কৃষক চিত্ত রঞ্জন সরকারের বাড়িতে গিয়ে দেখা যায় তার
বাড়িতে বেঁধে রাখা হয়েছে গরুর বাছুর টি স্বাভাবিক থাকলেও পিঠের অংশ ভেতর থেকে আরেকটি পা বের হয়েছে। তবে স্বাভাবিক গরুর বাছুরের মতো চলাফেরা ও খাবার খেয়ে থাকে। শারীরিক জটিলতা এখনো দেখা যায়নি। চিত্তরঞ্জন বলেন,২৮ শে নভেম্বর গরুর বাছুর টির জন্ম হয়। পাঁচ পা-ওয়ালা বাছুরের জন্মেশে এই খবর পেয়ে এলাকাবাসী আমাদের বাড়িতে ভিড় করতে শুরু করে। এখন বিভিন্ন এলাকা থেকে আমাদের বাড়িতে ভিড় করতে শুরু করে। এখন পর্যন্ত গরুর বাছুরটির কোন অসুখ-বিসুখ হয়নি। পাঁচ পা-ওয়ালা গরুর বাসুর টি দেখতে আসা ফারহানা মুশতারি নামের একজন বলেন, ” পাঁচ পা-ওয়ালা গরুর বাছুর আমি আগে জীবনে কোনদিন দেখিনি”। এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মাসুদুর রহমান সরকার জানান, জন্মগত সমস্যা বা জন্মগত ত্রুটির কারণে এ ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। যেহেতু গত দুই বছর যাবৎ শারীরিক কোন জটিলতা হয়নি সে ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়।