এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
বগুড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো। রবিবার ১২ ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় ম্যাক্স মোটেল এ আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়েছে। সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মোঃ আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মির্জা সেলিম রেজা, জাতীয় সাংবাদিক সংস্থার আজীবন সদস্য শফিকুল
ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আলহাজ মমিনুর রশিদ শাহীন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সংস্থার জেলা সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, সদস্য জাকির হোসেন, দৈনিক বগুড়া ফটোসাংবাদিক গোলজার হোসেন মিঠু, এনামুল হক, সাইদুর রহমান সাইদ, তাহিরুজ্জামান লিপি, শাকিল আহমেদ, ফারহানা মোস্তারী আনিকা, এম আবদুর রাজ্জাক প্রমুখ ব্যক্তিবর্গ। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা হাটি হাটি পা করে ৪০ বছর পার করেছে। এই সাংবাদিক সংস্থার মানুষের কল্যাণে ও সাংবাদিকদের অধিকার আদায়ে কথা বলে। সাংবাদিকেরা দেশকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমে কাজ করেছেন। সার্বিক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে সমাজের বিবেক সাংবাদিকরাই। পরিশেষে সাগর-রুনিসহ সারাদেশের সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।