এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
দিনাজপুরে ব্রিজের গার্ডার ভেঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন, বাস যাত্রী হালিমা খাতুন (৫৫)বাসের সুপারভাইজার আব্দুল জলিল(৫০] ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ৬.৩০ মিনিটে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মোহনপুর বাজার পূর্ব পাশে। ঢাকা থেকে হানিফ পরিবহন নামে দূরপাল্লার এই যাত্রীবাহী বাসটি দিনাজপুর আসছিল।
চিরিরবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে, চালকের ঘুম ভাব এর কারণে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে,ঢাকা থেকে দিনাজপুর হানিফ পরিবহন সাড়ে ছয়টায় মোহনপুর ব্রিজ অতিক্রমকালে পূর্বপাশে গার্ডার ভেঙ্গে খাদে পড়ে যায়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভেতরে আটকা পড়া যাত্রীদের পাশাপাশি নারীসহ ২ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ১৫ জনের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।