চুয়াডাঙ্গা শহর থেকে ইজিবাইক চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৩ ফেব্রুয়ারি) শহরের ইসলাম পাড়া এলাকা থেকে এদের গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে চোরাই করা ৩টি ইজিবাইক উদ্ধার করে।
গ্রেফতার কৃতরা হচ্ছেন-চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়ার মনির উদ্দিনের ছেলে জাহিদ মিয়া (৪০), একই এলাকার মৃত সামছুল বিশ্বাসের ছেলে আবু সাঈদ (৩৯) ও দামুড়হুদা উজিরপুরের মৃত আজেহার মালিথার ছেলে আব্দুস সালাম (৩৩)। এদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ইজিবাইক চুরির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৬, সিপিসি-২(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং- ৩২/৭৫ তারিখ ২৩/০২/২০২২ এর ধারা ৩৭৯ পেনাল কোড এর ইজিবাইক চোরাকারবারী চুয়াডাঙ্গা জেলার সদর থানার ৫নং ওয়ার্ড এর ইসলাম পাড়াস্থ এলাকায় গোপনীয়ভাবে এলাকায় অবস্থান করছে।
এ সংবাদ পেয়ে বুধবার সকালে র্যাব দলটি অভিযান চালায়। এ সময় আসামীদের কাছ থেকে ৩টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।