• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

 নওগাঁ জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

নওগাঁর আত্রাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার তেসরা মার্চ রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি। কে ঘটনায় নিহতের পক্ষে থানায় মামলা দায়ের করলে তিন জনকে আটক করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়পাড়া গ্রামের আব্দুস সামাদ ও মোজাম্মেল হোক তারা একই বংশের কাকাতো ভাই। তাদের মধ্যে বসতবাড়ির ১২ শতক জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার তেসরা মার্চ বিকেলে মোজাম্মেল হক বিরোধপূর্ণ ওই সম্পত্তি দখল করতে গেলে আব্দুস সামাদ ও তার লোকজন বাধা দেন।

এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ হয়। এতে ১২ জন আহত হন। এ সময় আব্দুস সামাদ, মোস্তফা, সবুর হোসেন, বাধন, বারিক, বেদারুল নেসা, মোজাম্মেল হক, জিন্নাতুল মিনিও মাজেদা বিবি গুরুত্ব আহত হলে তাদেরকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। আহতদের মধ্যে আব্দুস সামাদ, আব্দুস সবুর এবং বাঁধনের অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কৃষক আব্দুস সবুর মারা যান। বর্তমানে আব্দুস সামাদ ও বাঁধন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কাজ সম্পন্ন করা হয়েছে। মতের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হলে রাতেই মোজাম্মেল হক, জিন্নাতুল মিনি, ও মাজেদা বিবি কে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category