• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

রংতুলিতে ভবিষ্যৎ – কালার্স অফ টুমরো

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

নিউইয়র্ক বাংলা ডেস্ক:
জেসিআই ঢাকা ডায়নামিক এ বছরে তাঁদের ২য় প্রকল্প চালু করেছে যার নাম রংতুলিতে ভবিষ্যৎ – কালার্স অফ টুমরো।  এই প্রকল্পে ৬-১০ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুরা একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় যেখানে তারা আগামী ভবিষ্যতের ব্যাপারে তাদের অনুভূতি এবং উচ্চাকাঙ্ক্ষা রঙের ছোঁয়ায় প্রকাশ করে।  প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিপ্লব চক্রবর্তী ও নবরাজ রায়।  জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর এশিয়া ও প্যাসিফিকের মাননীয় সহ-সভাপতি রাখি জৈন, জেসিআই বাংলাদেশের জাতীয় নির্বাহী সহ-সভাপতি জনাব মাহমুদ-উন-নবী প্রিন্স, জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি জনাব নাজমুল হোসেন সবুজ,  এবং জেসিআই ঢাকা কসমোপলিটনের স্থানীয় সভাপতি জনাব রেজওয়ান উল হক কিছুক্ষণের জন্য প্রকল্পটি পরিদর্শন করেন।

জেসিআই ঢাকা ডায়নামিকের এই প্রকল্প প্রধান এবং ট্রেনিং কমিশনার এবং বে ডেভেলপমেন্টস লিমিটেডের জৈষ্ঠ সহকারী সহ-সভাপতি ডাঃ নাহিম মাহতাব বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে সরকার স্কুলে বিধিনিষেধ আরোপ করেছে যা সুবিধাবঞ্চিত শিশুদের স্বাভাবিক মানসিক বৃদ্ধি ব্যাপকভাবে প্রভাবিত করেছে, সুতরাং এই প্রকল্পটি তাদের স্বাভাবিক মানসিক বিকাশ নিশ্চিত করার জন্য তৈরী করা হয়েছে”।  জেসিআই ঢাকা ডায়নামিকের প্রতিষ্ঠাতা ও স্থানীয় সভাপতি সিনেটর এস.এম. তানভীর সাদ্ আকাশ এই প্রকল্পের উদ্বোধন করেন এবং পরে বিকেলে প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের পুরস্কৃত করেন।  জেসিআই ঢাকা ডায়নামিক-এর সহকারী প্রকল্প প্রধান এবং কোষাধ্যক্ষ এবং আইএফএসডি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং কোষাধ্যক্ষ জনাব ইজাজুল হক প্রকল্পের সহযোগী এবং অংশীদারদের সাথে পুরো প্রকল্পের সমন্বয় করেন।  অনুষ্ঠানে আইএফএসডি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি জনাব ফাহাদ উজ্জামান খানও উপস্থিত ছিলেন।  প্রকল্পটির পৃষ্ঠপোষকতা করেছেন বে ডেভেলপমেন্টস লিমিটেড, এবং জনাব মোঃ রকিবুল হাসান খান, বে ডেভেলপমেন্টস লিমিটেডের জৈষ্ঠ সহকারী সহ-সভাপতি, জনাব আহমেদদুর রহমান শেখ, বে ডেভেলপমেন্টস লিমিটেডের জৈষ্ঠ নির্বাহী এবং জনাব আবু সোয়েব জুয়েল এজ্ গ্যালারির ম্যানেজার প্রকল্পটিতে উপস্থিত ছিলেন।  এই প্রকল্পটির অংশীধার হচ্ছে এজ্ দ্য ফাউন্ডেশন এবং আইএফএসডি ফাউন্ডেশন। ভেন্যু পার্টনার ছিল দ্য কোর্টইয়ার্ড এ্যাট পার্কহ্যাইটস মিডিয়া পার্টনার ছিল দৈনিক জনকণ্ঠ ও সিএনআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category