মশিউর আনন্দ, ঢাকা:
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, এখন থেকে রংপুরসহ বিভাগীয় পর্যায়ে নিয়মিত পিঠা উৎসব আয়োজন করা হবে। এ উৎসবকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তকরণ পূর্বক নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, রংপুর আয়োজিত পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২৮ এর রংপুর বিভাগ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, রংপুর বিভাগ এর আহবায়ক বিপ্লব প্রসাদ এর সভাপতিত্বে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।
প্রধান অতিথি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাঙালির সমৃদ্ধ কৃষ্টি-কালচার, ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পিঠা উৎসব। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাহারি রকমের পিঠা-পুলির সমাহার দেখতে পাওয়া যায়। কে এম খালিদ বলেন, বৃহত্তর রংপুর ভাওয়াইয়া সমৃদ্ধ অঞ্চল। রংপুরে যাতে প্রতিবছর নিয়মিত ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হতে পারে, সেজন্য এটিকেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে এবং নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, রংপুর বিভাগ এর সদস্য সচিব আশরাফুল আলম আল আমিন।
উল্লেখ্য, জাতীয় পিঠা উৎসব ১৪২৮ এর রংপুর বিভাগীয় পর্বে ৩০টির অধিক স্টল অংশগ্রহণ করছে।
প্রতিমন্ত্রী এর আগে রংপুর জেলা শিল্পকলা একাডেমি, রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, তাজহাট জমিদার বাড়ি ও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন।