গত ২০ মার্চ ২০২২ রবিবার কুইন্সের জ্যামাকার পারসন ব্লুভার্ডে অবস্থিত মতিন সুইটস এন্ড মাসালা রেষ্টুরেন্টে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বসন্ত বাতাসে শিরোনামে অনুষ্ঠিত হয়ে গেলো বুটিক বন্ধু মেলা। আমেরিকার বাজারে দেশীয় পণ্য ও বিভিন্ন ধরনের জুয়েলারি পণ্য দিয়ে পাঁচ নারী উদ্দ্যোক্তা সাজিয়েছেন তাদের প্রিয় স্টল।
শাড়ি, ড্রেস, জুয়েলারী দেশজ শিল্প বিপুল সমারহ এর পাশাপাশি ভোজনরসিকদের জন্য ছিলো ঘরে তৈরী সুস্বাদু খাবার, পিঠা, বিভিন্ন ধরনের ভর্তা ও আচার। মেলায় দর্শনার্থীদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো। মেলায় দর্শনার্থীরা জানান, তারা তাদের পছন্দের জিনিস ক্রয় করতে পেরেছেন সহজেই, আর পণ্যের দাম ছিলো তুলনামূলকভাবে কম। অনেকে নববর্ষ ও আসন্ন ঈদকে উপলক্ষ্যে তাদের শাড়ি ও জুয়েলারী ক্রয় করেছেন।
মেলায় অংশগ্রহনকারী পাঁচ নারী উদ্দ্যোক্তারা হলেন- এন.জে বুটিক এর নুসরাত জাহান, ফ্যাশানিস্টি এর রুমি মোস্তফা, জিন্নাত ফ্যাশোনা এর জিন্নাত জামান, ফ্যাশন উইথ জাহিদা এর জাহিদা আলম এবং সিনড্রেলা’স ড্রীম ক্লোজেট এর আইরিন রহমান।
উদ্দ্যেক্তারা জানান, কোভিডের সময় সবাই ঘরে বসে ছিলো বাহিরে যেতে পারে নাই, সেসময় মেলা বন্ধ ছিলো, কোভিডের পর, এবছরে এটা তাদের প্রথম আয়োজন, পরবর্তীতে ভিন্ন সাজের মেলা আরো করবেন। তারা আরো বলেন -দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই ধরনের মেলার আয়োজন করছেন।