যুবরাজ চৌধুরী
ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগ থেকে প্রচারিত আমাদের সকলের প্রিয় মরহুমা দিলারা হাসেম আপার ইন্তেকালের সংবাদটি পড়ে আমি আমরা খুবই মর্মাহত হয়েছি। ইসলাম ধর্ম মতে একজন মুসলমান নর বা নরী ইন্তেকাল করছে কথাটি আমাদের কানে পৌঁছানো মাত্র আমরা সাথে সাথে ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন পাঠকরি। কোন মুসলমানের মৃত্যুর সংবাদ পরিবেশন করার সময়ও যেকোন মিডিয়া এই দোয়া উল্লেখ করেন। আমরা দু:খের সাথে জানাচ্ছি যে ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের বর্তমান প্রধান শতরুপা বড়ুয়া একজন ইসলাম বিদ্বেষী ।
তিনি জয়েন করার পর কোন মুসলমানের মৃত্যু সংবাদে ইন্না লিল্লাহ উল্লেখ করেন না। বাংলা বিভাগের একজন জনপ্রিয় মানুষ শ্রদ্ধেয় দিলারা হাসেম এর মৃত্যুর সংবাদে ও এমনটি দেখলাম। শতরুপা বড়ুয়া মুসলমানদের হৃদয়ে নিয়মিত আঘাত হেনে যাচ্ছেন। তিনি জয়েন করার পর আরেকজন বাংলা সার্ভিসের উজ্জ্বল লক্ষত্র ইকবাল আহম্মেদ মারাযান। তার সংবাদেও ইন্নালিল্লাহ এভয়েড করেছেন শতরুপা।
আমরা দীর্ঘদিনের ভয়েস অব আমেরিকার নিবেদীত শ্রোতা। আমরা বর্তমান অসাংবাদিক এবং ইসলাম বিদ্বেষী প্রধানের অধিনে ভয়েস অফ আমেরিকাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের ভয়েস অফ আমেরিকা ফ্যানক্লাবের স্বক্রিয় প্রায় ৫০০ ক্লাবের সব শ্রোতারা এক হয়েছি। বাংলা সার্ভিস থেকে যদি শতরুপাকে না সরানো হয় তাহলে আমারা স্যোসাল মিডিয়ায় অচিরেই নিয়মিত প্রতিবাদ প্রচার শুরু করবো। বিষয়টি আপনার নজরে দেয়ার জন্য লিখলাম। আশাকরি আমেরিকান দূতাবাস বিষয়টি বিবেচনায় নেবেন এবং প্রায় ধ্বংস হওয়া গণমাধ্যমটিকে বাঁচাতে ভূমিকা রাখবেন।
যুবরাজ চৌধুরী
সভাপতি
ভয়েস অফ আমেরিকা ন্যাশনাল ফ্যানক্লাব