• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকেঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা বিজিবি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার (ডিআইজি) অমরিশ আরিয়া।
এর আগে, বিএসএফ প্রতিনিধি দলটি দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছায়। সে সময় বিএসএফের ডিআইজি অমরিশ আরিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বিজিবির মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি।

বৈঠক শেষে বিজিবির মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই সীমান্ত বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বন্ধ, সীমান্তে মানুষ হত্যা, নারী এবং শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ স্থিতিবস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডাররা একমত হন। দু’পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে সহমত জানান।
বৈঠকে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক, মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহিন আজাদ, যশোর-৪৯ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ সিদ্দিকী।
অন্যদিকে বিএসএফের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট সুদীপ কুমার, কমান্ড্যান্ট সঞ্জয় কুমার, কমান্ড্যান্ট সুনিল কুমার এবং প্রশাসনিক দলের প্রধান ইন্সপেক্টর থিয়াগ রাজন, সাব ইন্সপেক্টর অমিত কুমার দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category