এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
নওগাঁর রাণীনগরে রতন সরকার (৪২) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ এপ্রিল ) দিবাগত মধ্যরাতে উপজেলার দেউলা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (৩ এপ্রিল) সকালে রানীনগর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন আকুন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। রতন সরকার দেউল গ্রামের মৃত্যু রবীন্দ্রনাথ সরকারের ছেলে। আটক ব্যক্তির নাম সুশীলচন্দ্র তিনি দেউলা গ্রামের বাসিন্দা।
ওসি শাহিন আকন্দ জানান, রতন সরকার মাছের ব্যবসা করতেন। তার দুটি পুকুর আছে, শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত তিনি পুকুর থেকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও গ্রাম বাসি তাকে খুঁজতে বের হয়। পরে বাড়ির কিছু দূরে সুশীল চন্দ্রের বাড়ির কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আজ সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ওসি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সুশীল চন্দ্র কে আটক করেছে। পূর্ব শত্রুতার জের ধরে বা পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।