কই ডাকলে না তো
আমায় তুমি ডেকে দেখোনি,
ডাকলে কিন্তু সাড়া পেতে,
বৃস্টি শেষে রেলিং ঘেঁষে আলতো চাঁদের ছোঁয়া
যখন বুক পেতে দেয়
আমি স্বর্ণচাঁপার গন্ধ শুঁকি,
একলা বসে সময় গুনি,
ডাকলে না তো,
ডাকলে কিন্তু সাড়া পেতে,
এই যে এখন মধ্যরাতে পূর্ণিমার এই সময় টাতে,
আকাশ যখন ডাকছে আমায়,
তুমিও তেমন পারতে ডেকে,
বুকের মাঝে ব্যথার পালক
যে কটা দিন বিঁধে আছে,
স্বস্থি পেতো,
ডাকলে কিন্তু সাড়া পেতে,
কই ডাকলে নাতো !
০৪/০৮/২০২২