এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
দিনাজপুরের বিরলে পুকুরে মাটি খননের করার সময় ২১৫ কেজি ওজনের কষ্টিপাথরে সাদৃশ্য বিষ্ণুমূর্তি পেয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৫ এপ্রিল )দুপুরে বিরল উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এই মূর্তিটি পাওয়া যায়। মূর্তি পাওয়া ঘটনায় ওই এলাকায় উৎসুক জনতার ভিড় লেগে গেছে।
বিরল থানার এসআই আনোয়ার হোসেন জানান, ওই এলাকায় নেহাল উদ্দিনের ছেলে আতাউর রহমানের একটি পুকুর খনন হচ্ছিল।
ভেকু মেশিন দিয়ে খনন করার সময় মূর্তিটি পেয়ে গ্রামের লোকজনকে জানায় ভেকু মেশিন অপারেটর। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ভিড় জমায়।মূর্তিটি উদ্ধারে ঘটনা অবহিত হওয়ার পর মূর্তিটি নিজ হেফাজতে নেন বিরল থানা পুলিশ।বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, মূর্তিটির ওজন ২১৫কেজি। সাধারণভাবে মনে হচ্ছে এটি কষ্টি পাথরের মূর্তি। বিষয়টি নিশ্চিত হতে মূর্তিটি স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।