এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সরকার সড়কপথ, রেলপথ, আকাশপথ ও নৌপথে সুরক্ষা দিতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, উত্তর অঞ্চলের মানুষ একসময় দারিদ্রতার অভিশাপ এর জীবন যাপন করেছে। এখন মানুষের অর্থনৈতিক উন্নতির ফলে তাদের জীবনে পরিবর্তন এসেছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে। তিনি বলেন, নদী ব্যবস্থাপনার মাধ্যমে নৌবন্দর কে কেন্দ্র করে পর্যটন শিল্প গড়ে তোলা হবে।
এরপরের নদী কে ঘিরে অর্থনৈতিক কাঠামো করিডোর বাস্তবায়ন করা হবে। উত্তরাঞ্চলের বালাশি- বাহাদুর ঘাট এলাকার মানুষের সাথে এই ঘাটের সম্পৃক্ত ছিল বৃহত্তর রংপুর ও বগুড়া ১০ জেলার মানুষের। আমাদের বাংলাদেশের যমুনা নদী দুই ভাগে বিভক্ত করা ছিল। রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের মানুষকে যুক্ত করতে বাহাদুরবাদ – বালাসি ফেরিঘাট এই নদী পথ কে সমৃদ্ধ করেছে। তিনি শনিবার, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী নৌ বন্দর টার্মিনাল উদ্বোধনকালে এ কথা বলেন। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ প্রমুখ। ১৪০ কোটি টাকা ব্যয়ে বালাসি-বাহাদুরাবাদ উভয়পাড়ে টার্মিনাল নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া নৌরুটে নাব্যতা স্বাভাবিক রাখার লক্ষ্যে ২৪ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার এলাকায় ড্রেজিং এর কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে একটি লঞ্চ চলাচলের জন্য সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে। লঞ্চ সার্ভিস চালু হলে দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানী সহ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে আসবে। শুধু তাই নয় নৌপথে মালামাল পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।