• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

জন্ম সনদ দিতে মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না- স্থানীয় সরকার মন্ত্রী

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষ যাতে কোনভাবে হয়রানি শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। জন্ম – মৃত্যুনিবন্ধন অতিরিক্ত অতিরিক্ত টাকা নিলে কিংবা টাকার জন্য হয়রানি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন মন্ত্রী। রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার জন্য মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন অথবা ভুল সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষ যে, সব কারণে হয়রানি হচ্ছে তা খুঁজে বের করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সাধারণ একটি ভুল ভ্রান্তির জন্য  মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়রানি হয়। বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলো থেকে অনেক অভিযোগ আসে।

নানা জটিলতার কারণে নিবন্ধন সংক্রান্ত সেবা পাচ্ছে না। এভাবে চলতে পারে না। তিনি আরো বলেন, জন্ম নিবন্ধন প্রাপ্তি কিভাবে আরো সহজ করা যায় সেজন্যই আজকের এই সভা। জন্ম নিবন্ধন প্রাপ্তিতে যে কোন স্তরে জনগণকে কোন ধরনের হয়রানি করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। জন্ম নিবন্ধন ইদানিং খুব জটিল ইস্যু  দাঁড়িয়েছে। বিভিন্ন সময় নানা অভিযোগ আসছে। সকল সমস্যা আমলে তা সমাধানের বিষয়ে কাজ করা হচ্ছে। জন্ম মৃত্যু নিবন্ধন জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি’র বেশি অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। যদি কেউ এ ধরনের কাজে যুক্ত থাকে প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, জন্ম নিবন্ধন হল একজন মানুষের মূল ভিত্তি। জন্ম মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে সহজ করার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের মেম্বার এর জন্ম তারিখ, পিতা মাতার নাম সহ অন্যান্য তথ্য সংগ্রহ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। চেয়ারম্যানরা মাসিক মিটিংয়ে এ সংক্রান্ত করণীয় বিষয়ে  বিশদ আলোচনা করে কার্যকর পদক্ষেপ নিতে পারেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা,উপজেলা পৌর এবং ইউনিয়ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category