এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি ) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা সুযোগ বিভিন্ন ধরনের স্কলারশিপ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (১২ এপ্রিল) মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় বহিরঙ্গন কার্যক্রম এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ হাসিবুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্য উপাচার্য বলেন, আমেরিকার স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যায়নের সুযোগ তৈরিতে এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের পৃথক দু’টি সেমিনারে ঢাকা আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার খাদিজা মাহমুদ, শিক্ষা ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম স্পেশালিস্ট রেহানা সুলতানা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার, এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজার কো-অর্ডিনেটর একিউএম মুশফিক হাসান যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার সুযোগ এর বিস্তারিত তথ্য তুলে ধরেন। সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী বিনা খরচে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বলে জানান তারা। উচ্চ শিক্ষা খাতে সহযোগিতা ও সেমিনারে অংশগ্রহণের জন্য মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বেরোবি বহিরঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী। উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার দুটিতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।