• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

রংপুরে এক টাকায় ইফতার বিতরণ

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
পবিত্র রমজানের সুবিধা বঞ্চিত অসহায় দুঃস্থ মানুষদের জন্য এক টাকার ইফতার বিতরণ করেছে রংপুরের একদল তরুণ-তরুণী। তবে বিনামূল্যে নয়। প্রতীকী এক টাকা মূল্যের তাদের কাছ থেকে ইফতার সামগ্রী কিনে নিচ্ছে দুস্থ মানুষেরা। এক টাকার বিনিময়ে আকর্ষণীয় প্যাকেটে ৬ পদের ইফতার পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ। রোববার(১৬ এপ্রিল) বিকেলের ফেসবুক একটি গ্রুপ আপডেট রংপুর ও স্বেচ্ছাসেবী সংগঠন ” স্পেড স্মাইলস ” এর উদ্যোগে নগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় দুই শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা।

সময় মাত্র এক টাকা দিয়ে অটোচালক, পথচারী, রিক্সা চালক ও অসহায় দুস্থ মানুষের ইফতার গ্রহণ করেন। আয়োজকরা জানান, ইফতারের প্যাকেটে বিরানি, পেঁয়াজি,বেগুনি, জিলাপি বুন্দি সহ আরো কয়েক পদ রয়েছে। সঙ্গে দেয়া হচ্ছে একটি করে পানির বোতল। ইফতারের খাবার খেয়ে সবাই খুশি। তারা জানান, ইফতার কিনতে কিরে চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হয়। সেখানে এক টাকা দিয়ে ইফতার পাইলাম। ফেসবুকভিত্তিক গ্রুপ আপডেট রংপুরের প্রতিষ্ঠাতা এডমিন ও সংবাদকর্মী হাসান আল সাকিব বলেন, যাদের সামর্থ্য আছে তাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই চিন্তা থেকে আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, সুবিধা বঞ্চিত হলে অনেকে রোজা রেখে বিনামূল্যে ইফতার নিতে চান না। এসব বিবেচনায় রেখেই কারো আত্মসম্মানে যেন আঘাত না লাগে ভাতৃত্বের গ্রহণের কোনও বিব্রতকর অবস্থার না পড়েন এই জন্য প্রতি বছরের ন্যায় এবারও ১ টাকার বিনিময় এই ইফতার বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category