এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
দিনাজপুরের গোর -এ -শহীদ ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় এবার নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য, সর্ববৃহৎ ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ তথ্য জানান। বুধবার(১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কেন্দ্রিয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সবাই হুইপ বলেন, ” শোলাকিয়া একটি ঐতিবাহী মাঠ” তবে আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহ ময়দান সসেটির ৪ গুন বড়। গোর-এ-শহীদ ময়দানের আয়তন প্রায় ২২ একর। এশিয়া উপমহাদেশে এত বড় ঈদগাহ ময়দান মাঠ আর একটিও নেই। করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকলেও এর আগের জামাত গুলোতে ৫ থেকে ৬ লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছেন। এবারও ৬ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছি। তবে ময়দানে ১০ লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি কাতারে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর লোকজন থাকবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার এইচএম বোরহান ইসলাম, বিজিবি মেজর এস এম জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর এন এস আই উপ পরিচালক শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মকবুল হোসেন। ঈদগাহ জামায়াতের ইমাম শামসুল হক, পুলিশ, রাব, বিজিবি ও রাজনৈতিক সামাজিক ও সাংবাদিক নেতারা। সভাশেষে হুইপ ইকবালুর রহিম গোর-এ-শহীদ বড়ময়দান পরিদর্শন করেন।