• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

বিপা ও ড্রামা সার্কল এর আয়োজনে অসাধারন অনুষ্ঠান

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

 

আবীর আলমগীর

১৭ এপ্রিল রবিবার উডসাইডের PS 12 স্কুল অডিটোরিয়মে অনুষ্ঠিত হলো Sitar Recital এবং Spiritual গানের অনুষ্ঠান।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (BIPA) এর আয়োজনে।সহযোগী সংগঠন হিসেবে ছিলো ড্রামা সার্কল নিউইয়র্ক এবং বাংলাদেশী লেডিস ক্লাব।

অনুষ্ঠানের শুরুতেই পুরিয়া ধানেশ্রি এবং মিশ্র ভৈরবী রাগে সেতার পরিবেশন করেন বিশিষ্ট সেতার বাদক মোরশেদ খান অপু, তবলা সংগত করেন মীর নাকিবুল ইসলাম।
ড্রামা সার্কলের শিল্পীরা পরিবেশন করে Spiritual Songs.

শিল্পী চন্দন চৌধুরী পরিবেশন করেন খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পাপ পূন্যের কথা আমি কারেবা শুধাই।

শিল্পী কান্তা আলমগীর পরিবেশন করেন জাত গেল জাত গেল বলে, খোদার প্রেমে শরাব পিয়ে, নাম মোহাম্মদ বলরে মন নাম আহাম্মদ বল।
শিল্পী লেমন চৌধুরী পরিবেশন করেন হেরা হতে হেলে দুলে নুরানী তনু, আল্লাকে যে পাইতে চায়।কীবোর্ডে ছিলেন রিপন।

অনুষ্ঠান শেষে সকলকে ইফতারে আপ্যায়িত করে বাংলাদেশী লেডিস ক্লাব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category