চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের আইসিইউ সেবা চালু রাখার দাবি
মোহাম্মদ আবদুল্লাহ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চালু নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা চালু রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা চলমান আইসিইউ রক্ষা কমিটি।আইসিইউ রক্ষা কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও অরিন্দম সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, অরিন্দম সাংস্কৃতিক গোষ্ঠীর সমাজসেবা বিষয়ক সম্পাদক সেলিমুল হাবিব, আইসিইউ রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান খান প্রমুখ।মানববন্ধন শেষে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানের কাছে স্বারকলিপি দেওয়া হয়।করোনা মহামারিতে জেলার রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা চালু করা হয়।