এম.আব্দুর রাজ্জাক
বগুড়া থেকে
গত ৩ রা অক্টোবর ২১ইং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন (Bedo)বেডো অফিসের উদ্যোগ ও সারাক ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের সহযোগিতায় যথাযথ ভাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হলো। এবারের প্রতিবাদ্য ছিল “ডিজিটাল ইক্যুইটি ফর অল এজেস”
বেডো অফিস থেকে সুন্দর পরিবেশে একটি র্যালী বের হয়,র্যালীতে অংশ নেন প্রবীণ ব্যাক্তি বর্গ।
র্যালী শেষে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে হল রুমে দিবস টি উপর আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু,বেডো সমন্বয়কারী আলহাজ্ব জালাল উদ্দিন শেখ,ওমর ফারুক,হাসান আলী,ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
আলোচনা শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।