ইদানীং কেন যেন বারবার ফিরে যেতে মন মন চায়
সেইসব আনন্দ বেদনার দিনগুলোতে।
ফিরে যাওয়া যায় অতি সহজে,
শুধু একটু নস্টালজিক হওয়া চাই,
আর কিছুরই দরকার নেই!!
তারপর শুধু উড়তে থাকা আর উড়তে থাকা!!
ম্যাক (Mach) থ্রী গতিতে বিদ্যুৎ বেগে নীলিমা ভেদ করে শুধুই ছুটে চলা।
আর দেখে নেয়া সেইসব ক্ষণগুলোকে আবার নতুন করে!!
যেখানে পরে আছে আমার যতোসব আনন্দ বেদনার স্মৃতিময় কাব্য!
পানির নীচে ডুব মেরে মাছেদের লুকোচুরি দেখে
মূহুর্তে চলে যাই বেতবুনিয়ার মগ পাড়ার দোছোয়ানির আড্ডায়!
ছিলিমপুরের সাগর পাহাড় ভেদ করে
উঠে যাই ছেড়াদ্বীপ হয়ে নিঝুম দ্বীপে!!
সুন্দরবনের গভীর থেকে ফিরে আসি জাফলং তামাবিলে!!
এবার ম্যাক ফোর গতিতে ফিরে আসি আমানত হল, কাঁটা পাহাড়, শহীদ মিনার হয়ে নীলগিরিতে!!
সেখান থেকে এক লাফে পৌঁছে যাই নাগরকোট হয়ে পোখারায়!!
গতি বাড়ছে তো বাড়ছেই!!
বিদ্যুৎ বেগে পৌঁছে যাই তাইপে ওয়ান জিরো ওয়ানের সর্বোচ্চ লেভেলে!!
বড় একটা ডাইভ, মাথা তুলি ঈগল স্কয়ারে!!
আবার ডুব!!
কক্সবাজার সৈকতে ভেসে উঠে মেতে উঠি
বন্ধু আড্ডায়,
আবার ফিরে আসি সেই বড় পুকুরের পানির নীচে!!
বৃষ্টির শব্দ শুনতে শুনতে
চোখে মুখে আনন্দ নিয়ে
আস্তে আস্তে ভেসে উঠি,
ভাসতেই থাকি শুধু ভাসতেই থাকি!!