• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশী আমেরিকান শিল্পী জেবুন কামালের ম্যানহাটনে একক চিত্র প্রদর্শনী

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

আগামী ২৩-২৪ অক্টোবর ম্যানহাটন এর কেলেমেনট সেন্টার এ বাংলাদেশী আমেরিকান শিল্পী জেবুন কামালের   একক চিত্র প্রদর্শনী ।এই প্রদর্শনীতে শিল্পী র পনেরটি চিত্র কর্ম স্থান পাবে। এই প্রদর্শনীটি সম্ভব হয়েছে
শিল্পী জেবুন ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে চারুকলায় মাস্টারস করেছেন।নিয়মিত অংশ নিচ্ছেন দেশী বিদেশী প্রদর্শনীতে । জেবুন কামাল নিউ ইয়র্ক এর পাবলিক স্কুল এবং কমিউনিটি সংগঠনে শিক্ষাদানের অভিজ্ঞতা লাভ করেন। বর্তমানে, তিনি সাউথ এশিয়ান ইয়ুথ অ্যাকশন ইনকর্পোরেটেড (SAYA) এর
প্রোগ্রাম ডিরেক্টর। পাশাপাশি বিপায় ভলেনটিয়ারিং করছেন ।আমাদের আগামী প্রজন্ম কে আর্ট শেখাচ্ছেন নিয়মিত । এই প্রদর্শনীতে, তিনি নিউরোগ্রাফিক্স দ্বারা অনুপ্রাণিত শিল্পকর্ম প্রদর্শন করবেন। নিউরোগ্রাফিক্স হল ছবি আঁকার একটি পদ্ধতি যা বাইরের ভেতর পুনরায় তৈরি করে। এই প্রদর্শনীতে অতিথি এবং দর্শকদের ইন্টারেক্টিভ আর্ট ক্রিয়েশন সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রোগ্রামটি নিউইয়র্ক সিটি আর্টিস্ট কর্পস দ্বারা সম্ভব হয়েছে।
শনিবার ২৩ অক্টোবর ২০২১ বিকাল ৫ টা -৯ টা
রবিবার ২৪ অক্টোবর 2021 দুপুর ১২ টা- সন্ধ্যা ৭ টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category