• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন

এপেক্স ক্লাব অব চট্টগ্রাম,র ২০২০-২১ এজিএম অনুষ্ঠিত

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

   

 যুবরাজ চৌধুরী

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ২০২০-২১ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) রাতে নগরীর দেওয়ান হাট আলিফ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ক্লাবের শতাধিক এপেক্সিয়ান।

২০২২ বর্ষের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিয়াউল হক জিল্লু এবং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন আশরাফুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট কে. এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিগত বছরের সকল কর্মকান্ড এবং করোনা ভাইরাস বা কোভিড-১৯ মহামারী তে দরিদ্র জনগোষ্ঠীর কে সহায়তার বিষয়টি আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেস্ট
ইলিয়াস জসিম,অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর মহিউদ্দিন শাহ আলম নিপু, ডা: জবিউল হোসেন,

জেলা তিন গভর্নর বেলাল হোসেন, সাবেক গভর্নর এরশাদুর রহমান রিটু, লাইফ মেম্বার শফিউল আলম খোকন, নুরুল হাসান বাবুল, একরামুল হক চেয়ারম্যান, সাবেক সভাপতি হাসান আহসানুল কবির সুজন, এনায়েত উল্লাহ হাজারী, শাখাওয়াত হোসেন মিলন, জাকির হোসেন, এজিএম পর্যবেক্ষক শেখ আক্তারুজ্জামান পারভেজ, পতেঙ্গা ক্লাবের মো. শাহজাহান, জিল্লুল করিম, এটিএম ইমরান, জেলা ট্রেজারার আবদুল কাদের, এপেক্স ক্লাব অব সন্দ্বীপের সভাপতি নজরুল ইসলাম, মান্নান নাবিল, সেন্ট্রালের প্রেসিডেন্ট মাহমুদ জিয়া হায়দার, জামাল উদ্দিন, এটিএম ইমরান, মাহমুদুল হাসান,

বার আউলিয়া ক্লাবের সভাপতি মহিউদ্দিন আলমগীর, গ্রীণ সিটির বাবুল সাহা, তানজিম আহমেদ সোহেল, চকরিয়া ক্লাবের
সভাপতি আরাফাত চৌধুরী, আগ্রাবাদ ক্লাবের লাইফ মেম্বার জয়দেব দাশ, সভাপতি মো. সরোয়ার, মোস্তাফিজুর রহমান ছোটন,
হাসান মাহমুদ, ম্যাক রাকিব প্রমুখ।অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব চট্টগ্রামের ২০২২ বর্ষের জন্য প্রেসিডেন্ট পদজিয়াউল হক জিল্লু
সেক্রেটারি পদে আশরাফুল আলম ভূঞা নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত বোর্ডে রয়েছেন এসভিপি মেজবাজ উদ্দিন খোন্দকার, জেভিপি এস. এম আশরাফ উদ্দিন, আইপিপি নজরুল ইসলাম, ট্রেজারার শফিকুর রহমান, সেবা পরিচালক এনায়েত উল্লাহ হাজারী, মেম্বারশিপ ডিরেক্টর আলমগীর হোসেন, ফেলোশিপ ডিরেক্টর মেহেদী হাসান, পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর মো. এহসান, সার্জেন্ট এট আর্মস আলতাফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category