• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন

পিতার কোলে চড়ে শেষ বিদায় নিল কলিজার টুকরা শিশু তাজওয়ার

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

 

 যুবরাজ চৌধুরী, চট্টগ্রাম

 

২৬ অক্টোবর, পিতার কোলে/কাদে সন্তানের / শিশু পুত্রের লাশ। পৃথিবীতে সব চাইতে ভারী জিনিস হচ্ছে পিতার কোলে/কাদে সন্তান/ শিশু সন্তানে লাশ। এমন একটি হৃদয় বিধায়ক ঘটনা ঘটলো সোমবার সকাল আনুমানিক ১০ টায় মিরসরাই উপজেলার, মিঠানালা ইউনিয়নের, পশ্চিম মিঠানালা গ্রামের বাসিন্দা মীর হোসেন ভূইয়ার একমাত্র ছেলে মাহির তাজওয়ার। পুকুরে পানিতে ডুবে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) মৃত্য কালে তাজওয়ারের বয়স ছিলো মাত্র দুই (২)বছর। সোমবার বিকালে মীর হোসেন ভূইয়ার কোলে চড়ে শেষ বিদায় নিল মরহুম তাজওয়ার। মা এবং বাবার একমাত্র বুকের ধন,কলিজার টুকরা,তাজওয়ার যখন হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হচ্ছিল সুন্দর সুন্দর কাথা বলা শিখছিলো, মা,বাবা সহ পরিবারের সবাই সে মাতিয়ে রাখতো,সবাই তাকে খুব আদর করতো এবং কোলে নিয়ে ঘুরতো এমন একটি হৃদয় বিধায়ক ঘটনার জন্য কেউই প্রস্তত ছিলেন না।

শিশু সন্তান টির ছবি দেখলে কলিজা টা হু হু করে উঠে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। মরহুম তাজওয়ার (২) মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিঠানালা গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়ির সন্তান। তার বাবার নাম মীর হোসেন ভূইয়া। শিশু তাজওয়ারের কাকা বেলাল উদ্দিন ভূঞার সাথে কথা বলে জানাযায় সোমবার আনুমানিক সকাল ১০ টার দিকে পরিবারের সকলের চোখে ফাঁকি দিয়ে তাজওয়ার নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পরে তাজওয়ার কে ঘরের পাশের পুকুরে পানিতে ভাসতে দেখে সাথে সাথে উদ্ধার করে দ্রুত মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। সকল অভিভাকই সব সময় শিশুদের চোখে চোখে রাখালে এমন দূর্ঘনা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category