• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

জাকসন হাইটসের ‘ডাইভার্সিটি প্লাজা’ বাক্সমুক্ত হলো

Reporter Name / ১২৬ Time View
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

–মাইন উদ্দিন আহমেদ

বিশেষ প্রতিনিধি 

আমেরিকার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটের ‘ডাইভার্সিটি প্লাজা’ সবার একটি প্রিয় এবং পরিচিত স্হান। এটি অতীতে সড়কের অংশ ছিলো। সড়কের এই অংশের জটিলতা নিরসনে কর্তৃপক্ষ এক সময় এটিকে সড়ক ব্যবস্হা থেকে মুক্ত করে পার্কের মত করে সাজিয়ে নেয়। কিছু অংশ ফুলগাছ লাগানোর মতো করে প্রস্তুত করে। বাকি অংশ সুন্দর করে পাকা করে দেয় এবং কর্তৃপক্ষের ব্যবস্হাপনায় বিকেলে চেয়ার বিছিয়ে দেয়ার ব্যবস্হা করা হয় যেখানে মানুষ বিকেলে বসে গল্প করে, আড্ডা দেয়। সন্ধ্যায় চেয়ারগুলো তুলে ফেলা হয়।
এছাড়াও এই চত্ত্বরটি বিভিন্ন সভা বা সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজনে ব্যবহৃত হয়। এর জন্য কর্তৃপক্ষকে পয়সা দিতে হয়না।
কভিড-১৯ (করোনা) ছড়িয়ে পড়ার পর ২০২০-এর প্রথমাংশে রেস্টুরেন্টসমূহে মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়। পরে এক পর্যায়ে রেস্টুরেন্টগুলোকে তাদের সামনের অংশে ক্রেতাদের বসার জন্য একটি স্হাপনা নির্মান করার অনুমতি দেয়। তখন ডাইভার্সিটি প্লাজায় চারটি রেস্টুরেন্ট চারটি কাস্টমার বক্স তৈরী করে। এতে স্হানটি প্রশস্ততা হারায় এবং এর আবেদন কমে যায়। এছাড়া হোমলেস মাতালদের বেশিসংখ্যক অবস্হান জায়গাটির নিরাপত্তা বিঘ্নিত করে।
অতি সম্প্রতি রেস্টুরেন্টগুলো তাদের বাক্সসদৃশ স্হাপনাসমূহ সরিয়ে ফেলে এবং কর্তৃপক্ষ এটি পরিস্কার-পরিচ্ছন্ন করে দেয়। এতে স্হানটি পূর্ব সৌন্দর্য ফিরে  পায়।
অনাকাঙ্খিত লোকজনের আনাগোনা বন্ধ করতে পারলে ডাইভার্সিটি প্লাজা ভদ্রলোকদের আনাগোনায় আবারো সমৃদ্ধ হয়ে উঠবে। এবিষয়ে কর্তৃপক্ষের নজর রাখা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category