গাছের শেকড়, ডাল পালা, ড্রিফটউড দিয়ে তৈরী – বিশিষ্ট ভাস্কর আখতার আহমেদ রাশার শিল্পকর্মের প্রদর্শনী “অগ্রজ সান্নিধ্যে শিল্প সন্ধ্যা” নামক ভিন্ন ভাবনার সুন্দর আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইর্য়কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। গত ৭ নভেম্বর রবিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা প্রদর্শনীটি আখতার আহমেদ রাশার চতুর্থ একক শিল্পকর্মের প্রদর্শনী।
পেন্ডামিকের সময়ে গত ১৮ মাসে, অগ্রজদের নিয়ে যে কাজগুলো তিনি করেছে তা মূলত স্থান পায় এই প্রদর্শনীতে। শিল্পী, লেখক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এমন প্রায় ৪৫জন গুনী অগ্রজদের পোট্রেট করেছেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবারের প্রদর্শনীর নামকরণ করা হয় “অগ্রজ সান্নিধ্যে শিল্প সন্ধ্যা”। শিল্পী অনুষ্ঠানে নিউইর্য়কের বেশ ক’জন অগ্রজদের
মূখাবয়বের ভাস্কর্য তুলে দেন তাঁদের হাতে। শিল্পীর অগ্রজদের প্রতি শ্রদ্ধাবোধের এই শৈল্পিক প্রকাশ মুগ্ধ করেছে আগত সকল দর্শকদের। প্রদর্শনীতে পোট্রেট এবং বিভিন্ন কাজ নিয়ে মোট ১১২টি শিল্পকর্ম স্থান পায়।
শিল্পের যে মাধ্যমটি নিয়ে আখতার আহমেদ রাশা কাজ করছেন, খুব কম শিল্পীই মাধ্যমটিতে কাজ করে থাকেন। তিনি বলেন – সমুদ্রের স্রোতে ভেসে আসা কাঠে বিভিন্ন ক্যারেক্টার পাওয়া যায়, আর এই ক্যারেক্টারকে তিনি ফুটিয়ে তোলেন তার কাজের মাধ্যমে, এছাড়াও তিনি গাছের ডাল ও শিকড় নিয়ে কাজ করেন।
তিনি আরো জানান এবারের আয়োজন সহ নিউ ইর্য়কে এটি তার এককভাবে চতুর্থ প্রদর্শনী কিন্তু এটি তার ৫ম প্রদর্শনী, এরমধ্যে অন্যদের সাথে নিয়ে একটি গ্রুপ প্রদর্শনী করেছিলেন।