• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

আকবর হায়দার কিরন শুধু প্রেম ও বিরহের কবি নন

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

 

ভায়লা  সালিনা 

 

“একদিন জেগে ওঠে শত বলিরেখাNew York Bangla
অস্থির চঞ্চল যৌবন হারিয়ে গিয়ে
জেগে থাকে শুধু অতীত স্মৃতি
যেতে যেতে একদিন জীবন যৌবন
সবকিছুই হারিয়ে যায়, স্মৃতি  হয়ে যায়।”

পুরনো চাল যেমন ভাতে বাড়ে ঠিক তেমনি পুরনো প্রেমও প্রানে বাড়ে। কিন্তু জনপ্রিয় সাংবাদিক আকবর হায়দার কিরণ যখন সবাইকে চমকে দিয়ে “সেভেন ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা” সবার হাতে তুলে দিলেন তখন সবার নজর কাড়ে বইটিতে। গত ৪ঠা নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অবস্থিত জুইস সেন্টারে তাঁর কবিতার বই প্রকাশনা উৎসবে সংস্কৃতি অঙ্গনের প্রিয় ব্যক্তিত্বদের এমন কাউকে দেখা যায়নি যে বইটি মনযোগ দিয়ে পড়ছেন না।

মানসম্পন্ন এই প্রকাশনা অনুষ্ঠানটি ছিলো একটু ভিন্নধর্মী। লেখক এবং প্রকাশকদের মেলায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করেন বাংলাদেশের প্রথম মহিলা  ক্রীড়া সাংবাদিক এবং জনপ্রিয় লেখক মনিজা রহমান। তাঁর সাথে উপাস্থপনায় ছিলেন সাংবাদিক লেখক আকবর হায়দার কিরণ এর ছোট বোন এবং বাংলাভিশন নর্থ আমেরিকার উপস্থাপিকা আইরিন রহমান। আলোকচিত্রে ছিলেন বাংলাদেশ ও নিউ ইয়র্কের প্রতিভাবান এবং জনপ্রিয় ফটো সাংবাদিক নেহার সিদ্দিকী। পুরো অনুষ্ঠানটি চলাকালীন একদম  পিন পতন নীরবতা ছিলো। নিউ ইয়র্কের প্রকাশনা অনুষ্ঠানে লেখক ফোরামের সকলকে মনযোগ দিয়ে প্রত্যেকের কথা শুনতে খুব কম অনুষ্ঠানেই দেখা গেছে। প্রতিটি লেখক, প্রকাশক, পাঠক সকলেই তাঁদের বক্তব্যে তুলে ধরেন আকবর হায়দার কিরণকে তাঁরা কিভাবে বুকে ধারণ করে আছেন এবং কতটা ভালোবাসেন।

সবশেষে Akbar Haider Kiron কে দুটো প্রশ্ন করার লোভ সামলাতে পারিনি।

-বইটি লেখা এবং পাঠকপ্রিয়তা পাবার পর সবচে বেশি কাকে মনে করেছেন? যাদের সাহায্য ও সহযোগিতা পেয়ে এতটা  পথ এগোতে পেরেছেন বলে মনে হয়েছে।

কিরণ ভাই-আমার লেখা পত্রিকা এবং বিভিন্ন সাময়িকীতে পড়ে অনেকে বেশ পছন্দ করেন। বহুদিন থেকে অনেকে অনুরোধ করেছেন বই হিসেবে প্রকাশ করতে। বন্ধু ও জনপ্রিয় ফটোগ্রাফার নেহার সিদ্দিকী ভাই সহ ঠিকানা পত্রিকার প্রাক্তন সম্পাদক সাঈদুর রব ভাই আমাকে বহুবার অনুরোধ করেছেন।
সরকার কবীর ঊদ্দিন , বেলাল বেগ, মাহফুজুর রহমান মেহফুজ, রেখা আহমেদ এর মতো গুরুজন তাঁরাও পছন্দ করেছেন আমার লেখা।

-দীর্ঘদিন নিউ ইয়র্কে বসবাসের পর আপনি সবচে বেশি কি অর্জন করেছেন বলে মনে হয়?

কিরণ ভাই- প্রবাসে আমার পরম সৌভাগ্য অগুনতি মানুষের সাথে জানাশোনা এবং গভীর সুন্দর সম্পর্ক। প্রায় যখন স্মৃতি হয়ে যেতাম তখন সবার দোয়া ও প্রার্থনায় আমাকে বাঁচিয়ে রাখে।

আকবর হায়দার কিরণ শুধু একজন প্রেম ও বিরহের কবি নন  একজন একজন সফল সাংবাদিক এবং প্রাবন্ধিকও তিনি! তাঁর লেখা ‘জ্যাকসন হাইটস জার্নাল’ আরেকটা পাঠক জনপ্রিয়তা অর্জিত বই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category