এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
ভাষা সংস্কৃতি ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সুদূর মেক্সিকো থেকে বাংলাদেশের ছুটে এসেছেন প্রেমিকা। ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় ঘটে বাংলাদেশি ছেলে রবিউল ইসলাম রোমনের (২৮) মেক্সিকোর মেয়ে গের্ভিড নাইলি (৩২)। পরিচয় সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোমন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গুগোল দীঘি গ্রামের আলহাজ্ব নজরুল ইসলামের ছেলে।গত রোববার সকালে মেক্সিকো থেকে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মেক্সিকোর মেয়ে নাইলি। রোমেনের পরিবারের সহায়তায় ইসলাম ধর্ম গ্রহণ ও কোর্ট ম্যারেজ হয়। ঢাকা জজ কোর্ট মাধ্যমে এক লক্ষ টাকা কাবিনে বিয়ের পর তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন পরিবারের
লোকজন। পারিবারিক সূত্র জানায়, মেক্সিকোর ক্রিস্টিয়ান পরিবারের জন্ম হয় নাইলির। মেক্সিকোর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে বিজনেস করেন। তার পিতা একজন বিশিষ্ট ব্যবসায়ী।২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে তার পরিচয় হয়। রবিউলের বাবা নজরুল ইসলাম জানান, পরিবারের সবাই মিলে বিমানবন্দরে গিয়ে নাইলি কে গ্রহণ করেছে। রবিউল বলেন, আড়াই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। তিনি মেক্সিকোতে যাওয়ার অনেক চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মিস নাইলি টুরিস্ট ভিসায় চলে আসেন। পগুল দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তারা জজ কোট মাধ্যমে কোর্ট ম্যারেজ করে গ্রামের বাড়িতে ছেলের বাড়িতে এসেছে। বর্তমানে তারা খুবই সুখী ও আনন্দিত।