বাংলাদেশের বগুড়া জেলার সারিয়াকান্দি জেলা মরিচের জন্য বিখ্যাত। এখানে শীত মৌসুমে মহিলারা চাতালে মরিচ শুকায় এবং খারাপ মরিচ বেছে আলাদা করে।
গ্রামের মধ্যবয়সী মহিলারা একাজ করে থাকেন। এতে তাদের মাসিক একটা ভালো রোজগারের ব্যাবস্থা হয়।
বাংলাদেশের বড় বড় সংস্থার চাতাল এখানে অবস্থিত। এই শুকনো মরিচ পরে গুঁড়ো করে বাজারে ছাড়া হয় ভেক্তাদের জন্য। তাদের এই কাজের সময় এ ছবিটি তোলা। জনাব শিকদার মেজবাহউদ্দিন আহমেদের এই বিশেষ ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। সম্প্রতি নিউ ইয়র্কে সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম তাঁর বিশেষ প্রদর্শনী আয়োজন করে।