• সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
BAMGLADESHI AMERICAN COMMUNITY CHANGEMAKERS দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ড. ইউনূস ও শাহবাজ শরিফ ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলেছে হোয়াইট হাউস ‘রেমিট্যান্সযোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব’ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আধুনিক ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ড. যশোদা জীবন দেবনাথ মাহবুব সিরাজ তুহিন সাউথ অস্ট্রেলিয়ায় বাঙালি ছাত্র ও অভিবাসন প্রত্যাশীদের অভিভাবক সমৃদ্ধ বাংলাদেশের জন্য সুশাসন, শিক্ষার প্রসার ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব দিতে হবে : প্রীতি চক্রবর্তী গেঁটেবাত (Rheumatoid Arthritis) ডা. মন্জুর এ খোদা ষড়যন্ত্র-অরাজকতা কঠোর হাতে দমন করব : ড. ইউনূস ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

 বছরটি শুরু হলে শীতার্তদের মাঝে হাসি ফুটিয়ে

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

 

 

মশিউর আনন্দ, ঢাকা 

 

প্রতিটা হাসিই অমূল্য।জীবনের অপূর্ব এবং পরিপূর্ণ কিছু মুহূর্তে জীবনটা বেশ উপভোগ্য বোধ হলেও আমাদের সমাজের এক শ্রেণির মানুষ সর্বদাই থাকে উপেক্ষিত-বঞ্চিত অবহেলিত।অন্তত কিছু মানুষের মুখে হাসিটা ফিরিয়ে আনার পিছনে অতিশয় নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দিয়ে যাচ্ছে “WOOW (Work for Orientation and Organizing the World)” এর সাথে জড়িত সকল সদস্যবৃন্দ।
আমাদের চারিপাশের পরিবেশ এবং অসহায় মানুষদের ঘিরেই আমাদের এই অর্গানাইজেশনের সকল কার্যকম।
“You Make Humanity Exist” এই মন্ত্রে উজ্জীবিত হয়ে
WOOW (Work for Orientation and Organizing the World) এর পথচলা শুরু হয় ২৩ শে এপ্রিল ২০২১ সনে
ফাউন্ডার-মো:মিফতাহুল ইসলাম (সীমান্ত), কো-ফাউন্ডার- মিরাজুস সালাকিন অর্ণব এবং ভাইস-প্রেসিডেন্ট- মো:নাজিরুল ইসলাম (সানি) এর হাত ধরে।
বর্তমানে দুটি দেশে আমাদের এই কার্যকম চলমানে-
১.ঢাকা,বাংলাদেশ
এবং
২.মালাউই,আফ্রিকা।
বর্তমানে ২০ জন প্যানেলসহ সর্বমোট ১২০+ সদস্যের পরিবার আমরা। আমাদের সদস্যবৃন্দরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বিভিন্ন স্তরে অধ্যায়নরত আছে। এর ই মাঝে আমাদের উক্ত সংস্থাটি চারটি অফলাইন এবং দুটি অনলাইন ইভেন্ট পরিচালনা করেছে।
অফলাইন ইভেন্ট –
১.
“Colors of Happiness” নামে পরিচালিত হয় আমাদের   উক্ত সংস্থার প্রথম তম অফলাইন ইভেন্ট যা ১২ ই মে ২০২১ সনে অনুষ্ঠিত হয়।
উক্ত ইভেন্টে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দে অংশীদার হতে আমাদের সামর্থ্যানুযায়ী তাদের ঈদের জামা-কাপড় কিনে দেওয়া হয় এবং তারপর অসহায় মানুষদের মাঝে ঈদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ধানমন্ডি এলাকায় বিতরণ করা হয়।
২.
“সবার জন্য ঈদ আনন্দ” নামে পরিচালিত হয় আমাদের উক্ত সংস্থার তৃতীয় তম অফলাইন ইভেন্ট যা ১২ ই আগস্ট ২০২১ সনে অনুষ্ঠিত হয়।
উক্ত ইভেন্টে অসহায়,দরিদ্র মানুষের মাঝে একবেলার আহারের আয়োজন করা হয় যা ধানমন্ডি এবং মিরপুর এলাকায় বিতরণ করা হয়। দিনশেষে এই মানুষগুলোর নিষ্পাপ হাসিটুকুই আমাদের প্রাপ্তি।
৩.
“Cleanliness Brings Happiness” নামে পরিচালিত হয় আমাদের উক্ত সংস্থার পঞ্চম তম ইভেন্ট যা ২০ ই জুন,২০২১ সনে অনুষ্ঠিত হয়।
উক্ত ইভেন্টে ধানমন্ডি লেক এবং ধানমন্ডি লেকের আশেপাশের জায়গা পরিষ্কার – পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয় WOOW এর সদস্যবৃন্দরা।
অনলাইন ইভেন্ট –
“Youth Talent Enthusiasm” এবং “Flourishing Thoughts” নামে পরিচালিত হয় উক্ত সংস্থার যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ তম ইভেন্ট যা ২ ই জুন এবং ১১ ই সেপ্টেম্বর,২০২১ সনে অনুষ্ঠিত হয়।
উক্ত দুই ইভেন্টে রেজিস্ট্রেশন ফ্রি যাবত আদায়কৃত সকল অর্থ আমাদের পরবর্তী অফলাইন ইভেন্টে ব্যবহৃত করা হয়।
এছাড়াও যথাক্রমে ৫ ই জুন এবং ১৬ ই জুন,২০২১ সনে WOOW এ আয়োজিত লাইভ সেশনে বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতিতে কোভিড-১৯ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এরই ধারাবাহিকতায় নতুন বছরে নতুন উদ্যমে WOOW এর সকল সদস্যবৃন্দ একটি নতুন ইভেন্ট পরিচালনার মাঝে দিয়ে নতুন বছরের শুভ সূচনা করল।
“উষ্ণতার পরশ” নামে পরিচালিত হয় আমাদের উক্ত সংস্থার ষষ্ঠ তম ইভেন্ট যা ৪ ঠা জানুয়ারি,২০২২ সনে অনুষ্ঠিত হয়।
সকল সদস্যবৃন্দের সংগৃহীত শীতবস্ত্র অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।অসহায়দের খিচুড়ি খাওয়ানো হয় এবং বাচ্চাদের জন্য থাকে বিনোদন মূলক খেলার প্রতিযোগিতা এবং শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।শীতকালীন পিঠা খাওয়ানোর মাঝ দিয়ে উক্ত ইভেন্টের ইতি টানা হয়েছে।
আমাদের অর্গানাইজেশনের নিজস্ব ফান্ড রাইজিং সেক্টর রয়েছে যেখানে আমরা পরিবেশ বান্ধব পণ্যসামগ্রী বিক্রি  করে থাকি এবং উক্ত খাত থেকে উপার্জিত সকল অর্থ অর্গানাইজেশনের কাজে ব্যবহৃত হয়। অর্গানাইজেশন এর যাবতীয় কার্যকম এবং ইভেন্ট সমূহ চ্যারিটি থেকে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত করা হয়।
সুদূর ভবিষ্যৎ এ আমাদের কার্যকম আরও ব্যাপক পরিসরে করার লক্ষ্যে আমাদের কঠোর পরিশ্রম সর্বদায় চলমান থাকবে।বাংলাদেশের বিভিন্ন জেলা সহ সারা বিশ্বে আমাদের দল গঠনের সুবিশাল পরিকল্পনা রয়েছে আমাদের।মানবসেবায় আমাদের মূলমন্ত্র,এই মহান কাজকে যেন আমরা সর্বদায় পালন করে যেতে পারি সেই শুভকামনা করবেন সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category