ছেলের প্রেমের বিরোধে বাবা খুন: ব্রীজের নিচে কন্যা শিশুর লাশ
রিপোর্টারের নাম :
/ ৪৮
ভিউ
আপডেট সময়:
শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
শেয়ার
জাফর আলম, কক্সবাজার, ১৩ জানুয়ারি
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ছেলের প্রেমের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা খুন হয়েছেন।শুক্রবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার ব্রীজের নীচ থেকে দেড় বছর বয়সী অজ্ঞাতনামা কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন আক্তার আহমদ (৫০)। এর আগে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি।মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্তার আহমদের ছেলের মোঃ জিসানের সঙ্গে পার্শ্ববর্তী নাসির উদ্দীনের মেয়ের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে দু’পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আহত হন আক্তার আহমদ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে,শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার ব্রীজের নীচ থেকে অজ্ঞাত কন্যা শিশুর মরদেহ উদ্ধারের ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার এসআই শেখ ইফতেখার মাহমুদ জানান, (শুক্রবার) সকাল সাড়ে ৯ টার দিকে গ্রাম পুলিশের দেওয়া খবরের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি। নিহত শিশুর লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক : মো: মশিউর রহমান মজুমদার ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 37-20 73rd Street 1E, Jackson Heights, NY 10458।
মোবাইল : +1 415-850-7998 । ইমেইল : arthakantha@yahoo.com।